Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get Services

সেবাসমুহঃ

ক) প্রাণিসম্পদের চিকিৎসা সেবাপ্রদান

খ)  গবাদী পশু হাস মুরগীর খামার স্থাপন

গ) টীকা প্রদান কার্যক্রম

ঘ) কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রাণীসম্পদের জাত উন্নতকরনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি

ঙ) গবাদীপশু হাস মুরগীর রোগ প্রতিরোধ  সম্পর্কে পরামর্শ প্রদান।   

চ) রোগ অনুসন্ধান, নিয়ন্ত্রণ প্রতিরোধ কার্যক্রম

ছ) গবাদীপশু হাসমুরগীর সিমেন, ঔষধ যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সেবাদান

জ) গবাদী পশু পাখির খামার নিবন্ধনের মাধ্যমে মাঝে মাঝে সরকার ঘোষিত অনুদান প্রদান

ঝ) মানব সম্পদ উন্নয়ন লাগসই প্রযুক্তি হস্তান্তর বিষয়ে প্রশিক্ষণ প্রদান। 

ঞ) দেশে প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে জরুরী সেবাদান কার্যক্রম

ট) দুঃস্থ দারিদ্র জনসাধারনকে ছাগল হাঁস মুরগী বিতরণ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করন

ঠ) অধিদপ্তরাধিন বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও সরকারি বিধি ও নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ প্রদান করা হয়

ড) বিভিন্ন প্যাকেজ এর আওতায় ঋণ সুবিধা প্রদান করা হয়

সেবা কিভাবে পাবেনঃ

১। প্রাণি হাস্পাতালে বিনামূল্যে চিকিৎসা সার্বক্ষণিক সেবা প্রদান ও রোগ প্রতিরোধ ব্যবস্থা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়

২। ঊপজেলা প্রাণি সম্পদ দপ্তর থেকে সরকারি নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে গবাদি প্রাণি ও হাঁস-মুরগির টিকা সংগ্রহ ও প্রদান করা যায়। টিকা প্রদানের জন্য ইউনিয়নে কর্মরত উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে অথবা প্রাণি হাসপাতাল এ প্রতি সপ্তাহের রবি ও বৃহঃ বার সকাল ৮.০০ থেকে ১১.০০ পর্যন্ত টিকা প্রদান সেবা গ্রহন করা যাবে।

৩। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন এর যোগাযোগর মাধ্যমে  খামার স্থাপন, নিবন্ধন ও ব্যবস্থাপনা প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাবে।

৪। উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা(কৃত্রিম প্রজনন) এর মাধ্যমে নির্ধারিত সেবা ফি প্রদান সাপেক্ষে প্রানিজ আমিষের উৎপাদন বৃদ্ধির জন্য গবাদি পশুর জাত উন্নয়নের নিমিত্তে কৃত্রিম প্রজনন সেবা পাওয়া যাবে।

খামার রেজিস্ট্রেশন এর জন্য নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ ও এর সাথে রেজিস্ট্রেশন ফি প্রদান এর চালান রশিদ জমা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জমা দিতে হবে। আবেদনকারি ফার্ম এর প্রদত্ত তথ্য যাচাই করে উপজেলা কমিটির সুপারিশক্রমে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে রেজিস্ট্রেশন এর জন্য প্রেরণ করবেন।